বাছাইপর্বের ব্যস্ততা শেষ করে এখন বিশ্বকাপের মূল আসরের প্রস্তুতিতে নামছে ব্রাজিল। সেই প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবরের প্রীতি ম্যাচগুলো সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফরে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল, আর ১৩ অক্টোবর মুখোমুখি হবে জাপানের। তবে এই দলে নেই বেশ কয়েকজন তারকা। লিভারপুলের হয়ে সর্বশেষ ম্যাচে চোট পাওয়া প্রথম পছন্দের গোলরক্ষক আলিসনকে রাখা হয়নি স্কোয়াডে। চোটের কারণেই বাইরে রয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। আর নতুন করে আঘাত পাওয়ায় আরও দীর্ঘ হলো নেইমারের মাঠে ফেরার অপেক্ষা। গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন...