সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেটে এশিয়ায় বাংলাদেশ-পাকিস্তান লড়াইটা বেশ জমে ওঠেছে। দুই দলের এই ক্রিকেট দ্বৈরথ ২২ গজে সীমানা ছাড়িয়ে গ্যালারিতেও দেখা যায়। শক্তি-সামর্থেও দুই দলের অবস্থান কাছাকাছি। সেই দ্বৈরথ দেখা যাবে আজ আবারও। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও স্টার স্পোর্টসে। অনলাইনে ট্যাপম্যাড অ্যাপে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলের অবস্থানই অনেকটা কাছাকাছি। দুই দলই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাছাইপর্ব খেলে। যেখানে বাংলাদেশ ছিল গ্রুপে রানার্সআপ আর পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি পরিসংখ্যানেও দুই দলের অবস্থান কাছাকাছি। এখন পর্যন্ত মোট ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে...