কমিটি বাণিজ্য, স্বজনপ্রীতি ও যুক্তরাষ্ট্রে সফররত মির্জা ফখরুলসহ অন্যান্য সফরসঙ্গীদের হেনস্তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার নামের একটি সংগঠন। মানববন্ধন থেকে তারা আনোয়ার হোসেন খোকনকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। বুধবার (১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক নির্বাহী সদস্য মাসুদ রানা বলেন, বিএনপি মহাসচিবসহ সফরসঙ্গীদের হেনস্তার সঙ্গে জড়িতদের ইন্ধন জুগিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আনোয়ার হোসেন খোকন। যুক্তরাষ্ট্র বিএনপিতে গ্রুপিং তৈরি করে আনোয়ার হোসেন খোকন ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন।...