জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। সেখানে বিএনপি নেতা হুমায়ুন কবির বক্তব্য দিচ্ছিলেন। সে সময় পাশেই থাকা এনসিপি নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন। এতে ব্রিফিংয়ের পরিবেশ বিঘ্নিত হলে এক সাংবাদিক তাদের নিয়ম মেনে কথা বলার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে এনসিপির কিছু নেতাকর্মী সাংবাদিকদের সঙ্গে আচরণে মারমুখী হয়ে ওঠেন এবং লাঞ্ছিত করেন বলে প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেছেন। ঘটনাস্থলে উপস্থিত এক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালনে গিয়েছিলাম। কিন্তু এনসিপি নেতাদের আচরণ ছিল অগ্রহণযোগ্য ও অপমানজনক। এই ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট ছাড়া...