নতুন দুই গানের অডিও গানে কণ্ঠ দেওয়ার পর এবার একসঙ্গে এক জোড়া গানের মিউজিক ভিডিওর কাজও শেষ করেছেন দেশের নন্দিত জনপ্রিয় সংগীশিল্পী ফাহমিদা নবী। একটি গানের শিরোনাম ‘আমি ভালো আছি’, অন্যটির ‘আকাশ উপুড়’। প্রথম গানটি লিখেছেন ইলা মজিদ, কণ্ঠ দিয়েছেন এবং সুর করেছেন ফাহমিদা নবী নিজেই। দ্বিতীয় গানের কথা লিখেছেন হাসান মাসুক, সুর করেছেন সচ্ছল কাজী। দুটি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে এরই মধ্যে ঢাকার অদূরে একটি সুন্দর মনোরম লোকেশনে। ফাহমিদা নবী বলেন, ‘ঢাকার অদূরে স্বপ্ন কুটির রিভারভিউ ভিলাতে দুটি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। দুটি গানের কথা খুবই সুন্দর, ভীষণ কাব্যিক। যে কারণে একটি গানের সুর করেছি আমি। আকাশ উপুড় গানটি আমেরিকার লস অ্যাঞ্জেলসে উচ্ছাসের তত্ত্বাবধানে করেছিলাম। সেই সময়টার কথা খুব মনে পড়ছে। সত্যি বলতে কী দুটো...