জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের মুকুট পুনরুদ্ধার করলেন নিয়াজ মোরশেদ। দ্বাদশ রাউন্ড পর্যন্ত তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, শেষ রাউন্ডে এসে নিষ্পত্তি হলো শিরোপা ভাগ্য।গতকাল শেষ রাউন্ডে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার সুব্রত বিশ্বাসকে হারিয়েছেন, অন্যদিকে মো. শাকের উল্লাহর কাছে হেরে যান আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। তাতে দুজনের মধ্যে ব্যবধান দাঁড়ায় ১ পয়েন্টের। শেষ রাউন্ডে নিয়াজ মোরশেদের মতো ফাহাদ রহমান জিতলে দুজনের সংগ্রহ সমান হতো, সেক্ষেত্রে টাইব্রেকিং পদ্ধতি অবলম্বন করতে হতো।জাতীয় দাবায় নিয়াজ মোরশেদের এটি সপ্তম শিরোপা। ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ২০১২, ২০১৯ তিনি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। শেষ রাউন্ডে নিয়াজ মোরশেদ সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে ২৫ চালের মাথায় জয় নিশ্চিত করেন।১৩ রাউন্ডের লড়াই শেষে নিয়াজ মোরশেদের সংগ্রহ ছিল সাড়ে ১০ পয়েন্ট। ফাহাদ রহমানের সংগ্রহ সাড়ে ৯ পয়েন্ট। সাকলাইন...