০২ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মোহাম্মদ নরশেদ আলী (৫৫)। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নরশেদ আলী দীর্ঘদিন ধরে পেটের ব্যথা ও আলসারে ভুগছিলেন। প্রায়ই অসহনীয় ব্যথায় কাতর হয়ে পড়তেন তিনি। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি পুনরায় বিয়ে করেন। প্রথম স্ত্রীর দুই ছেলে সন্তান আলাদা থাকেন, আর দ্বিতীয় স্ত্রীর ঘরে রয়েছে দুই মেয়ে। নরশেদ আলী পেশায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। সংসারের আর্থিক সংকটে, তিনবেলা খাবারের অনিশ্চয়তা এবং শারীরিক কষ্টে তিনি হতাশায় ভুগছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন। গ্রামের একাধিক বাসিন্দা জানান, আগের দিন নরশেদ আলীর সঙ্গে তার স্ত্রীর খুঁটিনাটি বিষয় নিয়ে...