গতকাল বুধবার সন্ধ্যার পর ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৩টি নৌযানের মধ্যে ১৩টিকে আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী। আটক এসব নৌযান এবং সেখানে থাকা ২ শতাধিক ক্রু ও স্বেচ্ছাসেবীকে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যে ইতালির রাজধানী রোমের তেরমিনি স্টেশনের কাছে পিয়েজ্জা দেই কিনিকুয়েসেন্তো চত্বরে জড়ো হয়ে শত শত ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী নৌযানগুলো এবং ক্রু-যাত্রীদের ছেড়ে দেওয়ার দাবি জানান। এ সময় তারা তেরমিনি স্টেশনের সংলগ্ন ও আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেন এবং স্লোগান দিতে থাকেন— ‘ফ্লোটিলা এবং ফিলিস্তিনের জন্য সবকিছু বন্ধ থাকবে।’ এ সময় আন্দোলনকারীদের আশে পাশে প্রচুর পুলিশসদস্য ছিলেন; তবে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কোনো সংঘাত হয়নি। ইতালির ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ট্রেড...