সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বৃহস্পতিবার এ উৎসবের বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এ দিন দেবী মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)দুর্গাপূজা উপলক্ষে আজ বিজয়া দশমীতে রাত ১১টায় প্রচার হবে ‘জননী দশভূজা’। শ্যামল দত্তের রচনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। গান, নাচ ও দেবী দুর্গার মহিষাসুর বধ নাটিকার সমন্বয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বাংলাভিশনবিকেল ৪টা ৪৫ মিনিটে প্রচার করবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘আদ্যাশক্তি মা দুর্গা’। এতে আলোচক হিসেবে থাকবেন ধানমন্ডি-কলাবাগান পূজা ট্রাস্টের সভাপতি তপন কান্তি সরকার এবং ঢাকা রামকৃষ্ণ মঠের ব্যবস্থাপক স্বামী দেবধ্যানানন্দ। সঞ্চালনা করবেন ইন্দ্রানি নিশি, প্রযোজনায় সুব্রত দে। এটিএন বাংলাদুপুর ১টা ২০ মিনিটে দেখাবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঢাকের তালে’। দুরন্ত টিভিসন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার করবে শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান...