খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় ৩টি মামলা করা হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গ ও হামলা-ভাঙচুরের ঘটনায় গতরাতে সদর থানায় এই মামলা করে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এ বিষয় নিশ্চিত করেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। অন্যদিকে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা-অগ্নিসংযোগ ও ৩ জনকে হত্যার ঘটনায় আলাদা দুটি মামলা করে পুলিশ। তবে আসামিদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। খাগড়াছড়ির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যদিও সদর ও গুইমারায় এখনও ১৪৪ ধারা বহাল রয়েছে। আগের তুলনায় শহরে মানুষ ও যানচলাচল বেড়েছে। খুলেছে দোকানপাট। সাজেকেও যাচ্ছেন পর্যটকরা। জেলাজুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক...