আন্তর্জাতিক ও বাংলাদেশের মিডিয়াকে উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে বাংলাদেশে আসতে হবে। তিনি বলেন, ভারত যদি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে চায় কিংবা শিখতে চায় সেটার জন্য তাদেরকে এই বাংলাদেশ এসে শিখতে হবে। তারা দেখুক কিভাবে এই বাংলাদেশে সাম্প্রতিক সম্প্রীতি উৎসব মুখর পরিবেশে সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মের উৎসব পালন করে। এটাই বিশ্বের জন্য একটা অনন্য দৃষ্টান্ত। বুধবার (১ অক্টোবর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের পালবাড়ির পূজামণ্ডপ পরিদর্শনকালে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা বলেন, আমরা দেখেছি যে আপনাদের এই উৎসবে সব রাজনৈতিক দলের নেতারা সহযোগিতা করতে আসেন। এই যে খোঁজ খবর নেওয়াটা কিন্তু একটা ভালো দিক। আমরা চাই হিন্দু ও মুসলিমের...