দুর্ঘটনাকবলিত দুই ট্রাক থেকে হতাহতদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ প্রামাণিক (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় অপর ট্রাকের চালক-হেলপারসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা হারুখালির মাঠের সামনে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আরো পড়ুন:ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩কাঁচপুর সেতুতে গাড়িচাপায় ২ যুবক নিহত ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সবুজ প্রামাণিক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের খোকন প্রামাণিকের ছেলে। আহতরা হলেন—ফরিদপুরের নগরকান্দা উপজেলার চুকাই গ্রামের শিমুল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩০), একই উপজেলার কৃষ্টপুর গ্রামের মালেক হোসেনের ছেলে বাবু মিয়া (৩০) ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ওহেদ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম...