গল্পটা আমার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে শোনা। একদিন এক আড্ডায় কথা উঠল, বেতনের বাইরে উপরি আয়ের কাহিনি নিয়ে। সবাই নিজেদের নানান অভিজ্ঞতার কথা বলছেন। কে কিভাবে কত কৌশলে যোগ্যতর উপায়ে উপরি আয়ের বন্দোবস্ত করেন সেই বয়ান নিয়ে চলছে চাপানউতোর। আড্ডায় বসা নিরীহজনের পালা আসতেই তিনি হাটে হাঁড়ি ভাঙ্গলেন। বললেন, পেশাগত জীবনে তিনি কোনো ঠিকাদারকে উপরি দেবার জন্য কখনই জোর জবরদস্তি করেননি। তারা যখন যেভাবে যা দিয়েছে তাই নিয়েছেন। এমনকি কখনই তা নিজ হাতে গুণেও নেননি। ড্রয়ার খুলে রাখতেন। তারা যা দিতেন সেটাই নিতেন। তার ধারণা এ কারণেই ঠিকাদার মহলে তার সম্পর্কে একটা প্রিয়তর ধারণাও প্রতিষ্ঠা পেয়েছে। সবাই জানে স্যার বেশ ভালো। যার কাছ থেকে এ গল্প শুনছিলাম, তিনি বললেন, এই কাহিনি শোনার পর তো আমি থ। কেননা, তিনি ভাবতেন তার...