অ্যান্ডি পাইক্রফট সবশেষ এশিয়া কাপে আলোচনায় চলে এসেছিলেন। আইসিসির কাছে তাকে নিয়ে নালিশও করেছিল পাকিস্তান। সে নিয়ে কম জলঘোলা হয়নি। সেই পাইক্রফট আবারও ভারতের ম্যাচে হলেন ম্যাচ রেফারি। দায়িত্বে থাকা পাইক্রফটকে পরিচয় করিয়ে দেন উপস্থাপক রবি শাস্ত্রী। তখনই শাস্ত্রী এশিয়া কাপের ঘটনার প্রসঙ্গ টেনে মজা করেন। শাস্ত্রী বললেন, ‘দুবাই থেকে ফিরে আবার হাজির, হট সিটে অ্যান্ডি পাইক্রফট।’ এ কথা শুনে লজ্জায় হাসলেন পাইক্রফট। ঠিক তখন ভারতীয় অধিনায়ক শুভমন গিলও মুখ চাপা হাসি লুকোতে পারলেন না। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক না করা নিয়ে শুরু হয়েছিল বড় বিতর্ক। ওই ম্যাচে ভারতের জয় শেষে দুই দলের মধ্যে প্রচলিত হ্যান্ডশেক হয়নি। ব্যাপারটি দেখা হয়েছিল পেহেলগাম সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি ভারতীয় ক্রিকেটারদের সংহতি প্রকাশ হিসেবে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি মেনে নিতে পারেনি। পিসিবি...