০২ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:২৪ পিএম কিশোরগঞ্জের হোসেনপুরে বগারা খাল উদ্ধারে উপজেলা প্রশাসন ও ভুমি অফিস যৌথ অভিযান চালাচ্ছে। উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজি নাহীদ ইভা এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাহসী মাসনাদ জীনারি ও সিদলা ইউনিয়নের খালের দখলকৃত অংশে অভিযান পরিচালনা করছেন। উপজেলার জীনারি ও সিদলা ইউনিয়নে মোট ৪ কিলোমিটার দীর্ঘ বগারা খাল রয়েছে। এর মধ্যে সিদলা ইউনিয়নের ৭০০ মিটার খাল প্রভাবশালীরা ফিসারীজ প্রজেক্টের জন্য দখল করেছে। জীনারি ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় খাল দখল করে দোকান ও মার্কেট গড়ে তোলা হয়েছে। প্রশাসন খালের বিভিন্ন অংশ মাপে লাল নিশান টানিয়ে দখলকারীদের সতর্ক করেছেন। খাল দ্রুত ছাড়তে না পারলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন। দখলকৃত স্থাপনা ও দোকানের সামনে সতর্কতামূলক লাল...