এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই সফরসঙ্গী আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশে ফিরে বিমানবন্দরে ব্রিফিংয়ে এসব কথা বলেন। এ সময় হুমায়ুন কবির আরও বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক। ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন, ভোট হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে, হুমায়ুন কবিরের বক্তব্যের সময় এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খল...