০২ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পিএম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মো. মেহেদী হাসান আরাফাত এর কাছ থেকে অনলাইন প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ টাকা আত্মসাৎ করার অভি যোগে হৃদয় হোসেন ওরফে রিফাত নামে এক প্রতারককে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেফতার করেছে। ঘটনার চার মাস পর, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পিবিআই-এর একটি দল ঢাকার কদমতলী থানার নুরপুর-দনিয়া এলাকার নাজমা মঞ্জিলের ৫ম তলা, ফ্ল্যাট ৫০২ থেকে রিফাতকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি পাসপোর্ট, ১০টি অচল মোবাইল ফোন ও বিভিন্ন ব্যাংকের ১৮টি ভিসা-ডেবিট কার্ড উদ্ধার করা হয়। রিফাত ঠাকুরগাঁও জেলার রানীশংকাই উপজেলার হোসেনগাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে সে ঢাকার কদমতলী থানার নাজমা মঞ্জিলে বসবাস করছিল। বুধবার (১ অক্টোবর) বিকেলে রিফাতকে পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র...