শৈশবে মানুষ অনেক সময় এমন কিছু ভুল ও পাপ করে যা তাকে পরিণত বয়সে অনুশোচনায় ভুগায়। এই পাপগুলো নিয়ে মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। শৈশবে ঘটে যাওয়ার ভুলের একটি ঘটনা নিয়ে একজন জানতে চেয়েছেন—আমি যখন ছোট ছিলাম, বালেগ হওয়ার আগে আমার এক বড় কাজিনের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল। তখন আমি বুঝতাম না—কোনটা সঠিক, কোনটা ভুল।কিন্তু বুঝতে পারার পরই আমি তা বন্ধ করে দেই। তারপর থেকেই খুব অনুশোচনায় ভুগছি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তবুও সেই স্মৃতিগুলো আজও আমাকে কষ্ট দেয়। আমি কি অপবিত্র? এর জন্য কি আমাকে হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে?এমন প্রশ্নের প্রেক্ষিতে ইসলামি স্কলারদের মতামত হলো— প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, শৈশব বা বালেগ হওয়ার আগের কোনো গুনাহের হিসাব লেখা হয় না। ইসলামী বিধান অনুযায়ী—শিশুরা সৎ...