নির্বাচন ইস্যুতে সংকট কাটছেনা রাজনীতিতে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন নির্বাচন ইস্যুতে সংকট কাটছেনা রাজনীতিতে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিলেও তার আয়োজন ও সিস্টেম নিয়ে আবারো রাজপথে নামছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি দল কর্মসূচিও ঘোষণা করেছে। রাজনীতি সংশ্লিষ্টরা মনে করছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা চলছিল, সেটি আবারো আটকে যাচ্ছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ কয়েকটি অভিন্ন দাবিতে আবার কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ছয়টি দল। এসব কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, গণমিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া। একই দাবিতে প্রথম দফায় রাজধানীসহ সারা দেশে দলগুলো সেপ্টেম্বরের ১৮, ১৯ ও ২৬ তারিখে বিক্ষোভ সমাবেশ করে। কর্মসূচি...