ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন না। তবুও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক জয় তুলে নিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর। বুধবার ইরাকি ক্লাব আল-জাওরার বিপক্ষে ২-০ গোলে জয়ে পেয়েছে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ‘সুপার সাব’ আব্দুল্লাহ আল-খাইবারি প্রথম গোল করার পর ম্যাচের শেষদিকে দারুণ এক শটে গোল করেন নতুন সাইনিং পর্তুগিজ তারকা হোয়াও ফেলিক্স। রোনালদো ইরাক সফরে যাননি। কোচ জর্জ হেসুস নিশ্চিত করেছেন, ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকাকে বিশ্রামে রাখা হয়েছে ব্যস্ত সূচির কারণে। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে দায়িত্ব কাঁধে তুলে নেন ফেলিক্স, সঙ্গে ছিলেন সাদিও মানে ও কিংসলে কোম্যান। প্রথমার্ধে দারুণ শুরু করে আল-জাওরা। প্রথম ২০ মিনিটে তিনটি পরিষ্কার সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় তারা। বিরতির আগ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলশূন্য অবস্থায় শেষ হয় অর্ধেক সময়। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন...