চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয় জয় পেয়েছে পিএসজি। বদলি হিসেবে নামা গনকালো রামোসের গোলে লুইস এনরিকের দল জিতেছে ২-১ ব্যবধানে। এর ফলে ইতিহাস গড়েছে ফরাসি জায়ান্টরা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম কোনও দল বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তিনবার জয়ের কীর্তি গড়েছে। অথচ বার্সেলোনা ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল। ১৯তম মিনিটে ফেরান তোরেস জাল কাঁপিয়ে টানা ৪৫ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে পিএসজি। ১৯ বছর বয়সী সেনি মাইউলু নিখুঁত ফিনিশিংয়ে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ফিরিয়ে আনেন লড়াইয়ে। দ্বিতীয়ার্ধে দু’দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। লামিনে ইয়ামাল শুরুতে দারুণ চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। উল্টো যোগ করা সময়ে রামোস গোল করে পিএসজিকে নাটকীয় জয় এনে দেন। চোট-জর্জরিত দুই দলকেই নামতে হয়েছিল গুরুত্বপূর্ণ কয়েকজন...