যুক্তরাষ্ট্রে শাটডাউন ঘিরে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থায়ীভাবে কর্মী ছাঁটাইয়ের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারেন বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আর সেটি যদি সত্যিই কার্যকর হয়, তবে মার্কিন অর্থনীতিতে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে নতুন অর্থবছর শুরু হয়। অর্থবছর শুরুর প্রথম দিনেই বিগত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো সরকার কার্যত বন্ধ হয়ে গেছে। জাতীয় কংগ্রেস অস্থায়ী অর্থায়ন বিল পাসে ব্যর্থ হওয়ায় ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রমে তহবিলের ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে হাজার হাজার সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এবং জাতীয় উদ্যান, পাসপোর্ট প্রসেসিংসহ বহু অত্যাবশ্যক জনসেবা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বিমানবন্দরে বিলম্ব এবং সাধারণ নাগরিকদের জন্য সেবায় ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুন>>যুক্তরাষ্ট্রে শাটডাউন: ছাঁটাই-অবৈতনিক ছুটিতে...