উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার রাতে অলিম্পিয়াকোসের বিপক্ষে ঘরের মাঠ এমিরেটসে ২-০ গোলে জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচের শুরুতে গ্যাব্রিয়েল মার্টিনেলির সহজ গোলেই লিড পায় লন্ডন জায়ান্টরা। তবে ব্যবধান বাড়াতে দেরি হওয়ায় শেষ পর্যন্ত দুশ্চিন্তার ছায়া নেমে এসেছিল গ্যালারিতে। শেষ মুহূর্তে বুকায়ো সাকার গোল আর্সেনালকে চাপমুক্ত করে এবং জয় নিশ্চিত করে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পেতে পারত আর্সেনাল। মাইলস লুইস-স্কেলির নিখুঁত ক্রস থেকে মার্টিনেলির হেড গোলমুখে গেলেও পোস্টের বাইরে দিয়ে যায়। তবে ১২ মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। ওডেগার্ডের থ্রু–পাস থেকে ভিক্টর গিয়োকারেস শট নেন, গোলরক্ষক কোস্তাস জোলাকিস তা ঠেকালেও বল পোস্টে লেগে ফিরে আসে। রিবাউন্ডে সহজেই জালে পাঠান মার্টিনেলি।আরো পড়ুন:হালান্ডের জোড়া গোলের পরও ম্যানিসিটির নাটকীয় ড্ররামোসের শেষ মুহূর্তের গোলে বার্সেলোনাকে হারাল পিএসজি রামোসের শেষ মুহূর্তের...