০২ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরাইলি হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ নিন্দা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরাইলের বাধা দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। এই জাহাজগুলোতে নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং গাজার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে। তিনি লেখেন, একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরাইল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতিই নয়, বরং বিশ্বের বিবেকের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। এই ফ্লোটিলা সংহতি, সহানুভূতি এবং অবরুদ্ধ মানুষদের জন্য আশার প্রতীক ছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেখেন, যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার এবং...