দেশে গ্যাসের মজুদ ক্রমশ হ্রাস এবং চাহিদা বাড়তে থাকায় এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে মহেশখালীতে নতুন ভাসমান সংরক্ষণ দেশে গ্যাসের মজুদ ক্রমশ হ্রাস এবং চাহিদা বাড়তে থাকায় এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে মহেশখালীতে নতুন ভাসমান সংরক্ষণ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ স্থাপনা নির্মাণকাজে ৬টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। সূত্র জানায়, এসব প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (ইএমআরডি) বা উভয় সংস্থার কাছে প্রস্তাব জমা দিয়েছে। ওমানের ওকিউ ট্রেডিং ইন্টারন্যাশনাল, সৌদি আরবের আরামকো ট্রেডিং, আজারবাইজানের সকার, যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেলারেট এনার্জি এবং রাশিয়ার নোভাটেকসহ কয়েকটি বৈশ্বিক জ্বালানি কোম্পানি এফএসআরইউ বা সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে আগ্রহী বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, আমরা ইতোমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রস্তাব পেয়েছি। তিনি বলেন,...