বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে ৷ সোবহানের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত বুধবার রাতে কক্সবাজার থেকে ধীরাশ্রম এলাকার বাড়ি আসেন তিনি। এ সময় বাড়ির কলাপসিবল গেট খোলা রেখেই খাবারের টেবিলে বসেন। পরে গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর সোবহানকে রড দিয়ে আঘাত করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারির তালা ভেঙে ৯ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। লুটপাট শেষে ঘরের বাইর থেকে তালা দিয়ে ডাকাত দল পালিয়ে যায়৷ সোবহানের প্রতিবেশী সরোয়ার হোসেন বলেন,...