১. প্রথমেই খেয়াল করুন আপনার ফোনে অস্বাভাবিকভাবে ইন্টারনেটের ডাটা খরচ হচ্ছে কি না। বার বার স্বাভাবিকের থেকে প্রচুর ডাটা প্যাক খরচ হলে বুঝে যাবেন মোবাইল ভাইরাস ঢুকেছে। ২. আপনার ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হলে বুঝবেন ফোন ভাইরাসে আক্রান্ত। তাই বার বার ব্যাটারি চার্জ করতে হচ্ছে। ৩. যদি দেখেন ফোনে সন্দেহজনক বিজ্ঞাপন আসা শুরু হয়েছে। বার বার এই ধরনের বিজ্ঞাপন আপনার কাজে বাধা দেবে। ৪. অনেক সময় নতুন ফোনের স্ক্রিনে অদ্ভুত চেহারা হয়ে যাবে। হোম স্ক্রিন বার বার বদলে যাবে। ৫. আপনি ফোনের স্বাভাবিক গতি আর পাবেন না। ফোন হ্যাং হতে শুরু করবে। স্মার্টফোনের এই লক্ষণ বুঝিয়ে দেবে ডিভাইসে ভাইরাস ঢুকেছে। এবার জেনে নিন ফোন থেকে ভাইরাস দূর করবেন কীভাবে- ১. সম্প্রতি ইনস্টল করা অ্যাপগুলো পরীক্ষা করুন ও অপ্রয়োজনীয় অ্যাপগুলো...