দুর্গতিনাশিনী দেবী দুর্গা হলেন হিন্দু ধর্মের এক পরাশক্তি যিনি সব ধরনের দুঃখ, কষ্ট, পাপ, ভয় ও অশুভ শক্তির বিনাশ করেন। 'দুর্গা' শব্দের অর্থ যিনি দুর্গ অর্থাৎ দুর্গম স্থানকে অতিক্রম করতে পারেন। পুরাণ অনুযায়ী, 'দুর্গম' নামের এক অসুর ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে খুব শক্তিশালী হয়ে ওঠে এবং দেবতাদের ওপর অত্যাচার করতে শুরু করে। দেবতাদের অনুরোধে, দেবী দুর্গা আবির্ভূতা হন এবং তাকে বধ করেন। অসুরকে বধ করার এই ঘটনার পরিপ্রেক্ষিতেই দেবী 'দুর্গা' নামে পরিচিত হন। তিনি জীব ও দেবতাদের দুর্গতি নাশ করেন এবং মানুষকে শুভ পথে চালিত করেন, তাই তিনি 'দুর্গতি-নাশিনী' বা সব দুর্ভাগ্যের বিনাশকারিণী। দুর্গতি বলতে জীবনের সব প্রতিকূলতা, যেমন রোগ, পাপ, ভয়, দুঃখ, দারিদ্র্য এবং অশুভ শক্তির প্রভাবকে বোঝায়। শরৎকালে অর্থাৎ দক্ষিণায়নে সব দেব-দেবীর মতো দেবী দুর্গা বিষ্ণুমায়ায়...