বুধবার রাতে মানবপাচারকারী চক্রের আস্তানা থেকে নারী-শিশুসহ ২১জনকে উদ্ধার করে কোস্ট গার্ড ও নৌবাহিনী কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের কবল থেকে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।আরো পড়ুন:দুপুরে নিখোঁজ, রাতে বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহরামুতে পাহাড় থেকে মরদেহ উদ্ধার দুপুরে নিখোঁজ, রাতে বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়- মালয়েশিয়ায় পাচারের জন্য নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে আটক রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ...