সোশ্যাল মিডিয়ায় এ মুহূর্তে এক চমকপ্রদ অপটিক্যাল ইল্যুশন ভাইরাল। ছবিটিতে লুকিয়ে রয়েছে দুটি আলাদা আকার—একটি পাতা এবং একটি ঠোঁট। নেটিজেনদের দাবি, কোনটি আগে চোখে পড়ছে তা আপনার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করতে পারে।ভিডিওটি শেয়ার করেছেন টিকটক ক্রিয়েটর মিয়া ইয়িলিন। ভিডিওটি এরই মধ্যে লাখের কাছাকাছি মানুষ দেখেছেন। কমেন্ট বক্সে অনেকেই মন্তব্যে জানিয়েছেন, যা প্রথম দেখেছেন, তার বর্ণনা তাদের প্রকৃত স্বভাবের সঙ্গে মিলে গেছে।প্রথমে যদি ঠোঁট চোখে পড়েযদি ছবিতে প্রথমে ঠোঁটটি দেখতে পান, তবে আপনি সংবেদনশীল ও আবেগপ্রবণ। ছোটখাটো বিষয় নিয়ে তর্কে যেতে পছন্দ করেন না এবং জীবনে শান্তিপ্রিয় মনোভাবই অগ্রাধিকার পান। আপনি সহজেই সমঝোতা করতে পারেন, তবে দুমুখো মানুষ আপনার সহ্য হয় না। আপনার কাছে সততা ও সরলতা সম্পর্কের সবচেয়ে বড় শক্তি।চিয়া সিডের তেল মাথায় দিলে কী হয়? জানলে চমকে যাবেনযদি...