বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরেই চলছিল নানা অভিযোগ পাল্টা অভিযোগ। এমন আলোচনার মধ্যেই আবার গুঞ্জনও ছিল আলোচিত ক্রিকেটার তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। শেষ পর্যন্ত সত্যিও হয়েছে সেই গুঞ্জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বুধবার সকাল সোয়া দশটার দিকে বিসিবিতে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম। এসময় তিনি এবারের বিসিবি নির্বাচনকে 'ফিক্সিং' বা পাতানো নির্বাচন আখ্যা দিয়ে বললেন, ‘এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে রইলো।’ এসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার বলেন, ‘যারা বোর্ডে আছেন, তাঁরা চাইলে এভাবে নির্বাচন করতে পারেন, জিততেও পারেন। তবে ক্রিকেট আজ শতভাগ হেরে গেল।’ নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে’ প্রার্থিতা প্রত্যাহারের ঘটনাও ঘটেছে। শেষ দিনে বিভিন্ন পদে ১৬ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহারের ফলে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায়...