খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। মামলায় হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে খাগড়াছড়ির সদর থানায় একটি এবং রাতে গুইমারা থানায় দুইটি মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী ও খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা। গুইমারা থানার ওসি বলেন, গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা হয়। এছাড়া অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় এবং পরবর্তীতে ধান খেত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। হত্যা মামলায় একশ অজ্ঞাত ব্যক্তি ও সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আড়াই শ অজ্ঞাত ব্যক্তিকে আসামি...