সবুজ শান্ত পাহাড় হঠাৎই হয়ে উঠলো অশান্ত। স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের ঘটনার বিচার চাওয়ার নামে আন্দোলনকে কেন্দ্র করে এ যাবৎ প্রাণ গেছে তিন জনের। সবুজ শান্ত পাহাড় হঠাৎই হয়ে উঠলো অশান্ত। স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের ঘটনার বিচার চাওয়ার নামে আন্দোলনকে কেন্দ্র করে এ যাবৎ প্রাণ গেছে তিন জনের। আহত হয়েছেন অনেকেই। গুইমারায় পুড়িয়ে ফেলা হয়েছে দোকানপাট ও বসতি। অথচ যে কথিত ঘটনাকে কেন্দ্র করে এই আন্দোলন, সেই ঘটনায় প্রধান অভিযুক্ত ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার হয়ে ৬ দিনের রিমান্ডে। তারপরও কেন এতো জ¦ালাও পোড়াও, কেন এতো হতাহতের ঘটনা? কেনইবা আন্দোলন-এমন সবপ্রশ্নের উত্তর মিলছে না। পাহাড়ের শান্তি শৃংখলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর কাছেও নেই কোন জবাব। তারাও নানা প্রশ্নের উত্তর খুঁজছেন। এদিকে, শান্ত পাহাড়ী জনপদ অশান্ত হওয়ার নেপথ্যে কারণ খুজতে মাঠে নামে সরকারের...