‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ত্রাণবাহী একটি নৌযান ইসরায়েলি বাহিনীর বাধা অতিক্রম করে গাজার জলসীমায় প্রবেশ করেছে। লাইভ ট্র্যাকার অনুযায়ী, মিকেনো নামের ওই নৌযানটি বর্তমানে গাজার জলসীমার ভেতরে অবস্থান করছে। তবে জাহাজটি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টায় এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরার। লাইভ ট্র্যাকার অনুসারে, কমপক্ষে ২৪টি জাহাজ এখনও চলাচল করছে। গাজার উপকূলের সবচেয়ে কাছের জাহাজগুলি প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার (৩১-৩৭ মাইল) দূরে বলে মনে হচ্ছে। এরমধ্যে কয়েকটি নৌযান গাজার জলসীমার কাছাকাছি বা ভেতরেও অবস্থান করতে পারে। এদিকে, ইসরায়েলি বাহিনী গত কয়েক ঘণ্টা ধরে নৌযানগুলোকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে বহরের মোট সচল নৌযানের সংখ্যা ৩০ থেকে কমে এখন ২৪টিতে দাঁড়িয়েছে। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ...