শারদীয় দুর্গাপূজার নবমীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে নিজ ইউনিয়ন পরমেশ্বরদীতে শোডাউন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও পরমেশ্বরদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব হাসান সজীব। বুধবার বিকালে ময়েনদিয়া বাজার থেকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শুরু হওয়া শোডাউনটি ইউনিয়নের ১৭টি পূজামণ্ডপ পরিদর্শন করে। এ সময় ময়েনদিয়া, শ্রীনগর, জয়পাশা, আউটযুগ, তামারহাজী, ভাবখণ্ড, ডহরনগর, মালিখালী, ধূলজুড়া, পরমেশ্বরদীসহ বিভিন্ন পূজা মণ্ডপে আগত দর্শনার্থী, পূজারী ও স্থানীয় হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। দুর্গাপূজা আয়োজক কমিটির হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা স্বরূপ নগদ অর্থ প্রদান করেন মাহবুব হাসান সজীব। পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি বলেন, কোনো আপত্তিকর কিছু ঘটলে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বা তাকে জানাতে হবে। এ সময় মাহবুব হাসান সজীব বলেন, “আমরা...