নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম শ্রাবণ, অন্যজন শামীম আরা বেগম। তাদের বাড়ি দাগনভূঞা উপজেলায়। ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে। তারা জানান, বাসটি ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা একটি খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।...