চট্টগ্রাম শহরের সদরঘাট মহব্বত গলি, পুরাতন কাস্টম পূর্ব মাদারবাড়ি এলাকায় মধ্যরাতে যুবলীগের সশস্ত্র হামলায় এক কিশোর গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। আহতরা হলেন— সাইফুল (২০), নুরুদ্দিন (২৪), আরমান (২৫) এবং গুলিবিদ্ধ কিশোর রিয়াদ হাসান (১৫)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ রিয়াদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মাঝি এলাকায় মাদক ব্যবসা বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে সহযোগিতা করেছিলেন আজকের হামলার শিকার হওয়া কয়েকজন। সেই ঘটনার প্রতিশোধ নিতে কুখ্যাত সন্ত্রাসী নাইক্কা আলম, জাহাঙ্গীর মাঝির ভাই, তার বাহিনী নিয়ে গতরাতে এ হামলা চালায়। হামলায় গুলি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আকস্মিক এ হামলায়...