রাজধানীর উত্তরায় কিছুতেই পিছু ছাড়ছেনা মব আতঙ্ক, রাজজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে ব্যবসায়ী, চাকুরীজীবী, প্রশাসনের কর্তাব্যক্তি, এমনকি সাধারণ পপথচারী। কেউই রেহায় পাচ্ছেনা এই মবের হাত থেকে। একদল উশৃংখল জনতা দলবদ্ধ হয়ে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য মবের সৃষ্টি করে থাকে। তেমনি এক মবের শিকার এবার গণমাধ্যমকর্মীরা। উত্তরায় সম্প্রতি কিছু সমন্বয়ক নামধারী উশৃঙ্খল লোকজন এসব মব তৎপরতা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ফলে চলতি পথে সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে নানাবিধ আতঙ্ক। তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না নানা শ্রেণি পেশার সহ গণমাধ্যমকর্মীরাও। জানা যায়, গত মঙ্গলবার সন্ধার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি ফাস্টফুডে এমনি এক ঘটনা ঘটে। মব সৃষ্টিকারীরা অতর্কিত গণমাধ্যমকর্মীদের উপর হামলা চালায়। এসময় ভুক্তভোগী গণমাধ্যমকর্মীরা বলেন, উত্তরা ১০ নং সেক্টর সংলগ্ন সুইচগেইটে ফলের বাজার সংক্রান্ত একটি বিষয়ে আলোচনার পর...