ইসরায়েলের আরোপিত নৌ-অবরোধের মধ্যে যখন সাধারণ মানুষের ছোট ছোট নৌকা গাজায় পৌঁছাতে পারছে, তখন শক্তিশালী রাষ্ট্রগুলোর সুসজ্জিত নৌবাহিনী কেন সেটি করতে পারছে না—এমন প্রশ্ন তুলেছেন জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধিফ্রান্সেসকা আলবানিজ। আল জাজিরার খবরে বলা হয়, সারা বিশ্ব থেকে মানবাধিকার কর্মীরা কয়েক ডজন নৌকায় করে গাজার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি। আলবানিজ বলেছেন, যখন “বিশ্বের সাধারণ নাগরিকেরা” কম সম্পদের নৌকায় করে গাজার ৬০ নটিক্যাল মাইল (১১১ কিলোমিটার) দূরত্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তখন বিভিন্ন দেশের শক্তিশালী নৌবাহিনী কেন ইসরায়েলি অবরোধ ভাঙতে পারছে না, সেটিই বড় প্রশ্ন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “রাষ্ট্রগুলো কেন তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ ভাঙছে না? এ কেমন পৃথিবীতে আমরা বাস করছি? না, আমরা এটিকে মেনে নেব না। চলো, এগিয়ে চলো ফ্লোটিলা! নিরাপদে যাত্রা...