চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শেষ মুহূর্তের গোলে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি। গতকাল বুধবার (১ অক্টোবর) দিনগত রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এলে পিএসজি। দুই ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বায়ার্ন মিউনিখ আর দুইয়ে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এই হারে ১৬ নম্বরে নেমে গেছে বার্সেলোনা। তাদের সমান ৩ পয়েন্ট মোট ১৩টি দলের। ম্যাচের ১২ মিনিটে প্রথম সুযোগটা পেয়েছিল পিএসজি। কিন্তু সেটি কাজে লাগাতে পারেনি তারা। দুই মিনিট পরে ব্যর্থ হয় বার্সেলোনাও। তোরেসের শট গোললাইন থেকে ফেরান পিএসজি ডিফেন্ডার ইল্লা জাবারনি। ১৯ মিনিটে আর কাতালানদের আটকে রাখতে পারেনি পিএসজি। স্বাগতিকদের লিড এনে দেন তোরেস। ইয়ামালের বাড়ানো বল নিয়ন্ত্রণে...