কেউ বলে গুরু, কেউ নগরবাউল, অনেকে তাকে জানে রকস্টার হিসেবে। ঝাঁকড়া চুলের সংগীতপাগল এই মানুষটি হচ্ছেন জেমস। পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। নামটি শুনলেই রক সংগীতপ্রেমীদের মনে ভেসে ওঠে এক রকস্টারের অবয়ব। যার গানে বহু রাত নির্ঘুম কেটে যায় হাজারো তরুণ-তরুণীর। জনপ্রিয় ব্যান্ডদল নগর-বাউলের দলনেতা এবং মূল ভোকালিস্ট তিনি। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করা এই পপস্টারের আজ জন্মদিন। সংগীতের এই কালপুরুষ আজ স্পর্শ করলেন জীবনের ৬২তম বসন্ত। তবে প্রতিবারের মতো এবারও নিজের জন্মদিনে উল্লেখযোগ্য কোনো আয়োজন রাখেননি তিনি। তবে এবারও হয়তো শেষ বিকেলে ঠিকই কাছের মানুষরা কেক-বেলুন এবং নানা রকম উপহারসামগ্রী নিয়ে হাজির হবেন তার বাসায়। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল বুধবার রাত থেকেই শুরু হয়ে গেছে শুভেচ্ছা আর অভিনন্দনের পালা। ভক্তদের এই ভালোবাসায় সিক্ত জেমস। ১৯৬৪ সালের...