ফেনীর দাগনভূঞা উপজেলায় সিলোনীয়া বাজারে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কাভার্ডভ্যানের সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে বহু আহত হয়েছেন। সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে পৌঁছালে বাসটি সেখানে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন শামিম আরা বেগম (খুশিপুর, দাগনভুঞা) এবং মো. শ্রাবণ (দক্ষিণ জায়লস্কর)। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন জান্নাত আক্তার বৃষ্টি, তামিম, আফিয়া, সাহাব উদ্দিন, নাফসি, আব্দুল্লাহ এবং খোদেজা বেগম।...