ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের প্রথম দিন মধ্যাহ্নবিরতির আগেই তাদের ইনিংসের অর্ধেক শেষ হয়ে গেছে। স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ৯০ রান। বল হাতে আগুন ঝরাচ্ছেন দুই পেসার জসপ্রিত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। দুজনের মধ্যে সিরাজই বেশি আগ্রাসী ও সফল। আজ বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ভারতীয় পেস আক্রমণের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সদ্যই নেপালের কাছে তারা টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। সেই ট্রমা হয়তো কাটিয়ে উঠতে পারেনি ক্যারিবিয়ানরা। মোহাম্মদ সিরাজের তোপে দলীয় ১২ রান থেকেই উইকেট পতনের শুরু এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। দুই ওপেনার তেজনারায়ন চন্দরপল (০) এবং জন ক্যাম্পবেল (৮) দুই...