ভক্তদের অশ্রুভেজা আবেগের মধ্য দিয়ে বেজে উঠেছে বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সকালে দেবীর দশমী বিহিত পূজা দিয়ে শুরু হয়ে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। প্রতিবারের মতো এবারও প্রতিমা বিসর্জন জন্য রাজধানীর ঢাকায় ১০টি ঘাট নির্ধারণ করে দেওয়া হয়েছে। রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর ১০টি ঘাটে। এর মধ্যে রয়েছে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট। সবচেয়ে বেশি বিসর্জন হবে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অধিকাংশ মণ্ডপ...