দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে গত মাসে। এই অঞ্চলের পয়েন্ট টেবিলের পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এখন লক্ষ্য বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়া। সেই লক্ষ্যে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। সেই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের আগে খুব বেশি সময় পাচ্ছেন না আনচেলত্তি। তাই প্রস্তুতি সারতে চলতি মাসে এশিয়া সফরে আসবে ব্রাজিল। আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম খেলবে সেলেসাওরা। তিনদিন পর জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তির ২৬ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। চোটের কারণে এবারও দলে নেই নেইমার জুনিয়র। একই কারণে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার, পিএসজি ডিফেন্ডার মারকিনিওস ও বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহাকেও। বিশ্বকাপ বাছাইয়ের...