৪৮ ঘণ্টা পর চালু হলো আফগানিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা। তালেবান সরকারের প্রধানমন্ত্রী ইন্টারনেট চালুর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স বলছে, লাইভ নেটওয়ার্ক ডাটায় ইন্টারনেট সংযোগ ফিরে আসতে দেখা যাচ্ছে। ইন্টারনেট সেবা ফিরে পাওয়ায় রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছেনসাধারণ মানুষ। কারণ, এখন আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করতে পারছে তারা। বন্ধ থাকা ব্যাংক, শপিং সেন্টার, মানি এক্সচেঞ্জ মার্কেটের মত অনান্য সেবা আবার চালু হওয়ায় জমজমাট হয়ে উঠেছে কাবুল। দুইদিনের এই ব্ল্যাকআউটে ব্যবসা-বাণিজ্য,...