ইসরায়েলি হুঁশিয়ারি আর রক্তচক্ষু উপেক্ষা করে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে একটি গাজার জলসীমায় প্রবেশ করেছে। এগিয়ে যাচ্ছে আরো ২৩টি নৌযান। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ‘মিকেনো’ নামের ওই নৌযানটি গাজার জলসীমায় প্রবেশ করেছে।আরো পড়ুন:ফ্লোটিলা থেকে শহিদুল আলমের বার্তাধাওয়া-গ্রেপ্তার সত্ত্বেও গাজামুখী যাত্রায় ‘অবিচল’ ফ্লোটিলা ধাওয়া-গ্রেপ্তার সত্ত্বেও গাজামুখী যাত্রায় ‘অবিচল’ ফ্লোটিলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, মিকেনো নামের একটি জাহাজ বর্তমানে গাজার আঞ্চলিক জলে অবস্থান করছে। তবে এখনও ইসরায়েলি বাহিনী এটা আটক করেছে কি না তা স্পষ্ট নয়। ইসরায়েলি...