০২ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সবুজ মিয়া (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার ২রা অক্টোবর সকাল আনুমানিক ৭ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা ,হারুখালির মাঠ সংলগ্ন ঈশ্বরদী,পাবনা (পাবনা-লালপুর হাইওয়ে রোডে) দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ ঘটে। নিহত ট্রাক ড্রাইভার সবুজ মিঁয়া বড়মাটিয়া দেবোনিয়া পাবনার খোকন প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে অরন খোলা বটতলা এলাকায় মহাসড়কে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফায়ার সার্ভিসে ফোন দিলে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি এবং কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। দুটি ট্রাকে দুইজন ড্রাইভার ও দুজন হেলপার ছিল। ট্রাক দুটির কেবিন চ্যাপ্টা হয়ে যাওয়ায় গাড়ি থেকে কেউ বের হতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকেরা তাদের চারজনকে দুটি ট্রাক থেকে বের করেন। তিনজনকে আহত...