০২ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম নোয়াখালী জেলা শহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (১ অক্টোবর) রাতে জেলা শহরের অন্তত ১০টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। পূজা মণ্ডপ পরিদর্শনের সময় নেতৃবৃন্দকে স্বাগত জানান, পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর বিশ্বনাথ। এ সময় পূজার শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। তিনি তাঁর বক্তব্যে নোয়াখালী সদর ও সুবর্ণচর এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহানের পক্ষ থেকে পূজার শুভেচ্ছা জানান এবং বলেন,বিএনপি সব ধর্মের মানুষের সহাবস্থান ও উৎসবের নিরাপত্তায় বিশ্বাসী। হিন্দু ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমাদের দল সবসময় পাশে রয়েছে। তিনি আরও আহ্বান জানান, দলের সকল নেতা-কর্মীরা যেন, হিন্দু সম্প্রদায়ের পূজা...