‘গার্লফ্রেন্ড ফর হায়ার’ এর মতো সেবা প্রথা রয়েছে জাপান ও কোরিয়াতে। এই প্রথা থেকে অনুপ্রাণিত হয়ে ‘ওয়াইফ অন হায়ার’ প্রথা চালু করেছে থাইল্যান্ড। এই দেশে ট্যুরিজম ইন্ডাস্ট্রির অংশ হয়ে উঠেছে এই প্রথা। থাইল্যান্ডের পাটায়া শহরে খুবই বিখ্যাত এই রীতি। চুক্তির মাধ্যমে কয়েকদিন কিংবা কয়েক মাসের জন্য স্ত্রী পাওয়ার প্রথাকে ‘ওয়াইফ অন হায়ার’ বা ‘ব্ল্যাক পার্ল’ প্রথা বলা হচ্ছে। ঘরের কাজ থেকে শুরু করে চুক্তিতে পাওয়া স্ত্রী স্বামীর সকল চাহিদা পূরণ করে থাকেন। তবে এই চুক্তির বিয়েকে আইনগত বিয়ে হিসেবে গণ্য করা হয় না।আরো পড়ুন:আফগানিস্তানের শিখ ও হিন্দুদের সংখ্যা কমেই চলেছেসঙ্গী ‘মাইক্রো-চিটিং’ করছে না তো? থাইল্যান্ডে ধীরে ধীরে এটি একটি জনপ্রিয় ব্যবসা হয়ে উঠেছে। যেখানে অনেক মহিলারা তাদের ইচ্ছায় ভাড়া করা স্ত্রী হন। লাভার্ট এ ইমানুয়েলের বই ‘থাই ট্যাবু- দ্য রাইজ...